মেহেরপুরে তীব্র শীত, দুপুর পর্যন্ত সূর্যের দেখা নেই
১০ দিন ধরে মেহেরপুরে শীতের তীব্রতা বেড়েছে। আটদিন ধরে সকালে ঘন কুয়াশায় ঢাকা থাকে আকাশ। দুপুর পর্যন্ত দেখা মিলছে না সূর্যের। রাতে তাপমাত্রা আরো কমে যায়।
ঘন কুয়াশা আর তীব্র শীতে দুর্ভোগে পড়েছে মানুষ। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় মানুষের জীবনযাত্রা প্রায় অচল হয়ে পড়েছে। ঘন কুয়াশার কারণে যানবাহন চলাচল দারুণভাবে বিঘ্নিত হচ্ছে। শীতবস্ত্রের অভাবে কষ্টে দিন কাটাচ্ছে দরিদ্র মানুষেরা।
গতকাল শনিবার চুয়াডাঙ্গা আবহাওয়া অধিদপ্তর জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এটিই এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ১০ দিন ধরে ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠানামা করছে।
মেহেরপুরে ১০ দিন ধরে ঘন কুয়াশা ও তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শীতের কারনে জুবুথুবু হয়ে পড়েছে সাধারন মানুষ। আর ঘন কুয়াশা ও তীব্র শীতের কারণে কাজ না পেয়ে বিপদে আছে নিম্ন আয়ের মানুষ।
আজ রোববার সকাল ১১টা পর্যন্ত শহর ও গ্রামাঞ্চল ছিল কুয়াশার চাদরে ঢাকা। ক্ষেত-খামারে এমনকি রাস্তায় তেমন লোকজন ছিল না। গ্রামের বিভিন্ন স্থানে মানুষ খড়কুটোয় আগুন জ্বেলে শীত নিবারণের চেষ্টা করছেন। মেহেরপুর শহরের হোটেল বাজারের একাধিক শ্রমজীবী মানুষ জানান, গত দুই দিন ধরে কোন কাজ পাচ্ছেন না তাঁরা। ঘন কুয়াশার কারনে মাঠে তেমন কাজ নেই। সকালে শহরের এসে বিকাল পর্যন্ত অলস সময় পার করে খালি হাতে বাড়ি ফিরে যেতে হচ্ছে তাঁদের।