রম্য
বাণিজ্য মেলায় যেসব স্টল হবে ‘হটকেক’
চলছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলায় হরেক রকম স্টল আছে। তবে এ মেলায় আরো কিছু বিশেষ স্টল থাকলে সেগুলো হটকেকের মতোই চলত বলে আমাদের ধারণা।
সহি তৈলমর্দন পদ্ধতি শেখা
কথায় আছে, বাঙালি আর কিছু পারুক না পারুক, তেল মারাটা ভালোভাবেই পারে। অফিসসহ সবখানে তেল ছাড়া আজকাল কিছু হয় না। তো, তেল মারাটা হতে হবে সহি পদ্ধতিতে। কীভাবে সহি পদ্ধতিতে তৈলমর্দন করা যায়, এ বিষয়ে বাণিজ্য মেলায় স্টল দেওয়া হলে ব্যবসা হবে রমরমা।
পকেট বাঁচানোর উপায়
বউকে নিয়ে যাঁরা বাণিজ্য মেলায় যান, তাঁরা নিজেদের পকেট নিয়ে বড়ই চিন্তায় থাকেন। তো, বাণিজ্য মেলায় যদি ‘কীভাবে পকেট বাঁচাবেন’ শীর্ষক কোনো স্টল দেওয়া হয়, সেখানে স্বামীদের উপচেপড়া ভিড় জমবে। ওই স্টলে পকেটের টাকা বাঁচানোর নানা উপায় সম্পর্কে স্বামীদের অবহিত করা হবে।
ঘুষ খেয়ে ধরা না পড়া
আমাদের সর্বত্র ঘুষের অবাধ ব্যবহার। কেউ কেউ ঘুষ খেয়ে ধরা পড়েন না, কেউ কেউ ধরা পড়েন। এই যেমন, শিক্ষা মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা ঘুষ খেয়ে ধরা পড়ে গেছেন। তো, বাণিজ্য মেলায় ‘ঘুষ খান গোপনে, থাকুন পরে নিরাপদে’ শীর্ষক একটি স্টল হলে মন্দ হতো না। সেখানে কীভাবে গোপনে ঘুষ খেয়ে ধরা না পড়ে থাকতে হবে, এ নিয়ে গোপন ফর্মুলা জানানো হবে।