ইউক্রেনের সেনাবাহিনী এখন ন্যাটো বাহিনী : পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের সেনাবাহিনী জাতীয় স্বার্থ রক্ষার বদলে এখন রাশিয়াকে প্রতিহত করতে চাইছে। তারা ন্যাটো বাহিনীতে পরিণত হয়েছে।
পুতিন অভিযোগ করে বলেন, ইউক্রেনের কয়েকটি সশস্ত্র ইউনিট দেশটির পূর্বাঞ্চলে যুদ্ধ করলেও মূলত সেখানে যুদ্ধে সক্রিয় ‘জাতীয় স্বেচ্ছাসেবক বাহিনী’ নামধারী যোদ্ধারা। এরা ইউক্রেনের সেনাবাহিনীর সদস্য নয়। বরং একটি বিদেশি বাহিনী। তারা ভৌগোলিক ও রাজনৈতিকভাবে রাশিয়াকে প্রতিহত করতে চায়।
রুশ প্রেসিডেন্ট বলেন, ‘ইউক্রেনে এখন গৃহযুদ্ধ চলছে এবং ইউক্রেনের অনেক নাগরিকও তা উপলব্ধি করতে পারছে।’
আটলান্টিক নিরাপত্তা জোট-ন্যাটোকে জড়িয়ে পুতিনের বক্তব্যের কঠোর প্রতিবাদ করেছেন বাহিনীর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ। তিনি বলেন, ইউক্রেনে ন্যাটো বাহিনীর উপস্থিতির যে কথা বলা হয়েছে তা নেহাতই অর্থহীন এবং ন্যাটোর কোনো সেনাবাহিনী সেখানে নেই। ন্যাটো মহাসচিব একই সাথে রাশিয়াকে ইউক্রেনের বিদ্রোহীদের সাহায্য বন্ধের আহ্বান জানান।
গত এক মাসে ইউক্রেনে সরকার ও বিরোধীদের মধ্যে বিরোধ চরম পর্যায়ে পৌঁছেছে। গত এক সপ্তাহে দুটি আক্রমণে বহু বেসামরিক লোকের প্রাণহানি হয়। বিবিসির খবর অনুযায়ী, গত বছরের এপ্রিলে শুরু হওয়া এই সংঘর্ষে পাঁচ হাজার লোকের প্রাণহানি এবং ১০ হাজার ৩০০ লোক আহত হয়েছে। এ ছাড়া গৃহহীন হয়েছে প্রায় ১০ লাখ মানুষ।