গাংনীতে ২ ‘ডাকাত’ গ্রেপ্তার
মেহেরপুরের গাংনী থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, এরা দুজনই ডাকাতির সঙ্গে জড়িত।
গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে স্থানীয়দের সহযোগিতায় গাড়াডোব সড়ক থেকে এ দুজনকে গ্রেপ্তার করে গাংনী থানা পুলিশ। এ সময় তাঁদের কাছে থাকা একটি শুটার গান, দুটি গুলি ও চারটি বোমাও উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের আয়েচ উদ্দীন (৩৫) ও তাঁর সহযোগী কষবা গ্রামের সিদ্দিক হোসেন (৪০)। আয়েচ উদ্দীন স্থানীয়দের কাছে ডাকাত হিসেবে পরিচিত।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান, গাড়াডোব-আমঝুপি সড়কের গাড়াডোব গ্রামের পাশের একটি জায়গায় ডাকাতরা অবস্থান নেয়। বিষয়টি বুঝতে পেরে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে অভিযান শুরু করলে কয়েকজন ডাকাত পালিয়ে যায়। তবে ধরা পড়ে আয়েচ ও সিদ্দিক। এ সময় তাঁদের কাছ থেকে একটি শুটার গান, গুলি ও বোমা উদ্ধার করা হয়।
আয়েচ ও সিদ্দিকের নামে গাংনী থানায় ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানান ওসি। আজ সোমবার এ দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।