কৃষক হত্যার দায়ে ১০ জনের ফাঁসির আদেশ
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বাঘজুর গ্রামের কৃষক আবদুর রাজ্জাককে হত্যার দায়ে ১০ জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন এ আদেশ দেন। মামলায় ১৪ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। দণ্ডাদেশপ্রাপ্ত ১০ জনের মধ্যে সাতজন উপস্থিত ছিলেন, বাকি তিনজন পলাতক।
ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্তরা হচ্ছেন—রমিজ আলী, তরিরক উল্লাহ, আবদুর রহমান, আবদুল মান্নান, বাচ্চু মিয়া, আবদুস সালাম, ইউসুফ উল্লাহ, আবদুল মতলিব, আবদুল হান্নান ও নসিম উল্লাহ।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আবদুল আহাদ ফারুক গণমাধ্যমকে জানান, মামলায় ২৭ জনের বিরুদ্ধেই অভিযোগপত্র দিয়েছিলেন তদন্ত কর্মকর্তা। কিন্তু এর মাঝে তিনজন মারা যান। ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি। আর ১০ জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
মামলার বিবরণে জানা যায়, ২০০১ সালের ২৯ অক্টোবর মাগরিবের নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন কৃষক আবদুর রাজ্জাক। পথে আসামিরা তাঁকে কুপিয়ে আহত করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। জমি নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড হয়।
এ ঘটনায় নিহতের ছেলে হারুন মিয়া বাদী হয়ে ওই দিনই ২৭ জনের বিরুদ্ধে বানিয়াচং থানায় একটি মামলা দায়ের করেন। ২৬ সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ বিচারক রায় দেন।