তাজমহল দেখতে আবার ভারত যাবেন মিশেল
তিন দিনের ভারত সফরে এসে স্বামী বারাক ওবামার সঙ্গে অনেকটা ব্যস্ত সময়ই কাটিয়েছেন মিশেল। আগ্রার তাজমহল দেখতে যাওয়ার সময় করতে পারেননি তাঁরা। সৌদি বাদশাহ আবদুল্লাহর মৃত্যুতে সফর সংক্ষিপ্ত করে তাজমহল না দেখেই তাঁদের রিয়াদের উদ্দেশে যাত্রা করতে হয়েছে। গতকাল মঙ্গলবার নয়াদিল্লি ত্যাগের আগে আগ্রায় যেতে না পারার আক্ষেপই প্রকাশ পেল তাঁর কথায়। বললেন, তাজমহল দেখার জন্য মেয়েদের সঙ্গে নিয়ে আবার ভারত সফর করবেন।
ভারতের সংবাদমাধ্যমগুলো জানায়, নয়াদিল্লি ত্যাগের আগে মিনিস্টার-ইন-ওয়েটিং পীযূষ গয়ালকে মিশেল বলেন, তাজমহলে যেতে না পারার আক্ষেপ থেকেই গেল। পরের বার মেয়েদের সঙ্গে নিয়ে অবশ্যই তাজমহলে যাবেন।
মিশেল বলেন, ‘প্রেসিডেন্ট ওবামার সঙ্গে ঘুরতে ঘুরতে নিজের জন্য তিন মিনিটের বেশি সময় পাইনি। ওই সময়টুকুতে কোনোরকমে মুখ ধুয়েছি।’
তবে মিশেল ওবামা এর ফাঁকেও মার্কিন দূতাবাসের কর্মচারীদের সঙ্গে দেখা করেছেন। রাষ্ট্রপতি ভবনেও গেছেন।
দ্য হিন্দু জানিয়েছে, তাজমহল দেখতে যেতে না পারলেও মিশেল ওবামা গত সোমবার ভারতের ৬৬তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ উপভোগ করেছেন। কুচকাওয়াজে অংশগ্রহণকারীদের নানা ধরনের কসরত দেখে তিনি যখন মুগ্ধ হচ্ছিলেন, তখন দুই মেয়ে শাশা ও মালিয়াকে খুব মনে পড়ে তাঁর। ভারতীয়দের সংস্কৃতি ও আতিথেয়তায় মুগ্ধ মিশেল এ ব্যাপারে বলেন, ‘মেয়েদের নিয়ে এলেও পারতাম।’
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও হিলারি ক্লিনটন তাজমহল দেখেছেন। ২০০০ সালে মেয়ে চেলসিকে নিয়েও ক্লিনটন তাজমহল ঘুরে গেছেন। সাবেক ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি, পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফসহ যাঁরাই ভারত সফরে এসেছেন, তাঁরাই তাজমহলের সৌন্দর্য উপভোগ করেছেন। শুধু ওবামা ও মিশেলের তা হয়ে ওঠেনি।