ভারতে চার ‘জেএমবি সদস্য’ গ্রেপ্তার
পশ্চিমবঙ্গের বর্ধমানে বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে আরো চারজনকে গ্রেপ্তার করেছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। কর্মকর্তাদের দাবি, গ্রেপ্তারকৃতরা জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ-জেএমবির সদস্য।
বুধবার দ্য হিন্দুর এক প্রতিবেদেন বলা হয়, গ্রেপ্তারকৃতরা হলেন ডালিম শেখ, মতিউর রহমান, হাবিবুর রহমান শেখ ও গিয়াস উদ্দিন। তবে তাদের কোথায়, কখন, কীভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।
তবে এনআইএর বরাতে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ডালিম শেখ বীরভূম, মতিউর রহমান নদীয়া এবং হাবিবুরের বাড়ি মুর্শিদাবাদ জেলায়।
এনআইএ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে হাবিবুর রহমান শেখ বর্ধমান বিস্ফোরণকাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত কাওসারের সঙ্গে থাকতেন।
গত বছরের ২ অক্টোবর পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার খাগড়াগড়ে একটি বাড়িতে বিস্ফোরণ ঘটলে দুজন নিহত হন। এ দুজন বাংলাদেশের নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্য বলে অভিযোগ করেন ভারতের গোয়েন্দারা।