শৈলকুপায় ট্রাকের ধাক্কায় টেম্পোর ৪ যাত্রী নিহত
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুধসর আশ্রয়ণ প্রকল্পের সামনে ট্রাকের ধাক্কায় একটি টেম্পোর চার যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো চারজন। আজ শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন শৈলকুপার কানাপুকুরিয়া গ্রামের শফিউদ্দিন (৪০), মজিবুর রহমান (৩৫), রেজাউল ইসলাম (৪০) ও আমিরুল ইসলাম (৩৫)। তাঁরা সবাই পান ব্যবসায়ী।
আহত ব্যক্তিরা হলেন উপজেলার শ্রীরামপুর গ্রামের মিলন (৩৫) ও আলমগীর (৪০), চরপাড়া গ্রামের নুরুল ইসলাম (৪০) এবং দুধসর গ্রামের মোমিন জোয়ার্দার (৩৫)। মমিনকে ঝিনাইদহ সদর হাসপাতাল এবং বাকি তিনজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মিলনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
শৈলকুপা থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম খলিল এনটিভিকে বলেন, কানাপুকুরিয়া গ্রাম থেকে পান ব্যবসায়ীরা টেম্পোযোগে ঝিনাইদহের হাঁটে যাচ্ছিলেন। পথে দুধসর আশ্রয়ণ প্রকল্পের সামনে বিপরীত দিক থেকে আসা কুষ্টিয়াগামী একটি ট্রাক তাঁদের চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে টেম্পোটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে পড়ে যায় এবং ঘটনাস্থলেই চারজন নিহত হন। তবে পুলিশ ট্রাকটি আটক করতে পারেনি।