যশোরে ট্রাক ও প্রাইভেটকারে আগুন, ট্রাকচালক দগ্ধ
যশোর-বেনাপোল সড়কের নতুনহাট এলাকায় একটি প্রাইভেটকার ও একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে ট্রাকের চালক নাজিমউদ্দিন (২৫) অগ্নিদগ্ধ হন। আগুনে তাঁর বুকের সামনের অংশ পুড়ে গেছে।
নাজিমউদ্দিনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোমরেজপুর গ্রামে।
আহত নাজিমউদ্দিন জানান, তিনি সাতক্ষীরার ভোমরা থেকে চাল নিয়ে রাজবাড়ীর দিকে যাচ্ছিলেন। তাঁর ট্রাকের সামনে একটি প্রাইভেটকার ছিল। প্রাইভেটকারটি নতুনহাট এলাকায় গেলে একদল লোক সেটি থামিয়ে আগুন ধরিয়ে দেয়। আগুন দেওয়ার ঘটনা দেখে নাজিমউদ্দিন রাস্তার পাশে ট্রাক নামিয়ে দেন। এ সময় দুর্বৃত্তরা তাঁর ট্রাক লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। পরে ট্রাক ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
যশোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খন্দকার সানাউল হক জানান, রাত সাড়ে ১০টার দিকে খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। আগুনে ট্রাকটির যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।