মুঠোফোনে নকল সরবরাহ, শিক্ষককে লাখ টাকা জরিমানা
মেহেরপুরের গাংনী উপজেলায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে মুঠোফোনের মাধ্যমে পরীক্ষার্থীদের নকল সরবরাহ করার দায়ে এক শিক্ষককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
জহুরুল ইসলাম নামের সেই স্কুলশিক্ষককে আজ বৃহস্পতিবার জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেলোয়ার হোসেন। জহুরুল ইসলাম গাংনীর মিকুশিশ মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক।
দেলোয়ার হোসেন জানান, জহুরুল ইসলাম আজ গাংনীর জুগীরগোফা মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন। বেলা সাড়ে ১২টার দিকে তিনি মুঠোফোনের মাধ্যমে পরীক্ষার্থীদের কাছে নকল সরবরাহ করছিলেন। এ সময় তাঁর মুঠোফোন জব্দ করে এতে পরীক্ষার প্রশ্ন ও উত্তরপত্র আলামত পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়।