২০১৫ সালের পূর্বাভাস
২০১৫ সালে আপনার পারিবারিক ও আর্থিক অবস্থা, প্রেম, বিয়ে, শিক্ষা ও কর্মজীবন ইত্যাদি কেমন যাবে তার আগাম আভাস পাবেন এই রাশিফল দেখে। রাশিফলবিষয়ক ওয়েবসাইট অ্যাস্ট্রোসেইজের এই ভবিষ্যদ্বাণী তৈরি করা হয়েছে চন্দ্ররাশির ওপর অনুমান করে।
মেষ রাশি
২০১৫ সাল আপনার জন্য বয়ে আনবে সুন্দর সময়। যাঁরা অনেক বছর ধরে বিদেশে যেতে চাচ্ছেন কিন্তু যেতে পারছেন না, তাঁদের জন্য সুখবর আসতে পারে এ বছর। বছরের দ্বিতীয়ার্ধে প্রেম ও বিয়ের সম্ভাবনা আছে। বিয়ের পর নতুন গাড়ি বা বাড়ির মালিক হতে চাইলে কিছুটা পরিশ্রম করতে হবে। অবশ্য গাড়ি-বাড়ি করার ইচ্ছাটা থাকতে হবে। আর ইচ্ছা থাকলেই উপায় হবে। ব্যবসায়ীরা ব্যবসা-বাণিজ্যে ভালো করবেন। অর্থনৈতিক অবস্থার উন্নতিরও সম্ভাবনা রয়েছে। তবে আঙুল ফুলে কলা গাছ হবেন না, সেটা নিশ্চিত।
বৃষ রাশি
২০১৫ সালে আপনি সব কাজই ঠিকঠাকভাবে করতে পারবেন। এবং তার সাথে পাবেন প্রাপ্য সম্মান। তবে আপনি আপনার ব্যক্তিগত জীবনে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। তবে ইচ্ছাশক্তির জোরে সেসব কাটিয়েও উঠবেন আপনি। প্রেম সম্বন্ধে সততা ও বিশ্বস্ততা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই এই দুটি দিকে আপনাকে নজর রাখতে হবে। সম্পদের ক্ষেত্রে এ বছর আপনার জন্য শুভ। অতএব চিন্তা কমিয়ে ফুর্তি করুন।
মিথুন রাশি
২০১৫ সালে আপনার নাম, খ্যাতি, সম্পদের ইচ্ছা পূর্ণ হওয়ার প্রবল সম্ভাবনা আছে। কোনো পুরোনো রোগে অনেক দিন ধরে আক্রান্ত হয়ে থাকলে তা থেকে কিছুটা মুক্তি পেতে পারেন। অন্যদিকে, ব্যবসায়ীদের একটু বেশি পরিশ্রম করতে হবে। আপনার পছন্দের মানুষটির জন্য বিশেষ কিছু করার পরিকল্পনা করে থাকলে সেটি বাস্তবে পরিণত করুন। আর তার ফল হাতেনাতে পান!
কর্কট রাশি
আশা করা যায়, এ বছরটা আপনার ভালোই কাটবে। আপনি যদি বিয়ের উপযুক্ত হন তাহলে বিয়ের ঘণ্টা বাজতে চলেছে। চাকরির ক্ষেত্রে পদোন্নতিরও সম্ভাবনা আছে। আপনার আর্থিক অবস্থা এই বছর ভালো থাকবে, তাই বলে বেপরোয়াভাবে খরচ করবেন না। আপনি আপনার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হতে পারেন। তবে তার মানে এই নয় আপনি শয্যাশায়ী হয়ে যাবেন! কাজেই মন থেকে দুশ্চিন্তা ঝেড়ে কাজে মন দিন। মন ভালো তো শরীরও ভালো।
সিংহ রাশি
এই বছর আপনার জন্য নিয়ে আসতে পারে কিছুটা আনন্দ, কিছুটা নিরানন্দ। এই তো এই কথা দেখেই মুষড়ে পড়ার দরকার নেই! ভালো কিছু তো থাকছেই। পাশাপাশি অপেক্ষা করছে দুঃসাহসিক কিছু ব্যাপার। এই সময়ে কোনো সমালোচনায় কান না দিয়ে নিজের কাজ মনোযোগ দিয়ে করে যাওয়াই ভালো। এ ছাড়া আপনি আপনার মেধা দিয়ে কঠিন পরিস্থিতিকে সামাল দিতে পারবেন।
কন্যা রাশি
২০১৫ সালে আপনার জন্য অপেক্ষা করছে অনেক চমক। আপনার পরিবারের সদস্যদের জন্যও এই বছরটি সুখকর হবে বলেই অনুমান করা হচ্ছে। কিন্তু স্বাস্থ্যের প্রতি একটু যত্নবান হতে হবে। অবশ্য বেশি চিন্তিত হওয়ার কিছু নেই। শুধু সতর্ক এবং সবার স্বাস্থ্যের ওপর একটু নজর রাখলেই হবে। আপনি কি জানেন না, স্বাস্থ্যই সকল সুখের মূল!
তুলা রাশি
আপনি একটি গাড়ি বা বাড়ি কেনার পরিকল্পনা করে থাকলে, এই বছরই এই সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত সময়। রাশিফল ২০১৫ অনুযায়ী তুলা রাশির জাতকরা এই বছর কাজের মধ্যে বিশেষ কিছু করবেন। আপনার মধ্যে নতুন শক্তির সঞ্চার ঘটবে। চাকরির ক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনাও রয়েছে। যদি আপনি রাজনীতি করেন তাহলে মানসম্মান বৃদ্ধির সাথে জনসমর্থনও পাবেন। আপনাকে আর ঠেকায় কে?
বৃশ্চিক রাশি
২০১৫ সালে আপনি থাকবেন সম্পূর্ণ নিরাপদ। সবকিছুই আপনার অনুকূলে থাকবে। জীবনে কিছুটা বিপজ্জনক ঘটনা ঘটতে পারে, বাকি সব কিছুই খুব ভালো। আপনার জীবন আনন্দময় হবে। পারিবারিক জীবনেও সুখী হবেন। প্রেম ও সম্বন্ধের জন্য সময়টা শুভ হবে। তবে বৈবাহিক জীবনে কিছু সমস্যা হতে পারে। আদতে কোনো বৈবাহিক জীবন কি আছে সমস্যা ছাড়া?
ধনু রাশি
এ বছর আপনার আর্থিক বিষয়ে সতর্ক থাকা জরুরি। আপনার পরিবারের সদস্যদের আচরণে কিছুটা পরিবর্তন আসতে পারে। এই পরিবর্তন আপনাকেও আঘাত করতে পারে। আপনি নিরাপত্তাহীনতায় ভুগতে পারেন, যা আপনার স্বাস্থ্যকেও কিছুটা প্রভাবিত করতে পারে। প্রেম নিয়ে অসন্তোষ থাকতে পারে। কিন্তু মনে রাখবেন, ‘যা ঘটে তা ভালোর জন্যই ঘটে’।
মকর রাশি
২০১৫ সালে আপনার জীবনে রোমাঞ্চকর কিছু ঘটনা ঘটতে চলেছে। তবে সবকিছুই হবে ইতিবাচক। আর্থিক অবস্থা খুবই সন্তোষজনক হতে পারে। আপনি যদি বিয়ের বয়সে পৌঁছে থাকেন, তো বছরের প্রথম ভাগেই সানাই বাজতে পারে।
কুম্ভ রাশি
প্রেমের সম্পর্কে বিচ্ছেদ না থাকলে কি চলে! চলে না বলেই কিন্তু বিচ্ছেদের সুর বাজতে পারে এ বছর। আর এ জন্য দায়ী থাকবেন আপনিই। মানে কথা বলার সময় একটু হিসেব করে বললে এই বিচ্ছেদ মনে হয় এড়ানো সম্ভব। আপনি আইনি-সংক্রান্ত মামলা নিয়ে ব্যস্ত থাকতে পারেন। তবে চিন্তা করবেন না, আপনি নিশ্চয়ই সফল হবেন। বিবাহিত জীবন খুব সুখী থাকবে। কর্মক্ষেত্রে উন্নতি দেখা যাবে, ঈদের চাঁদের মতো।
মীন রাশি
আপনার খাদ্যাভ্যাসের ওপর নজর রাখতে হবে। রাশিফল ২০১৫ অনুযায়ী গাড়ি চালানোর সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে। প্রেম-সংক্রান্ত বিষয়গুলো চমৎকার হতে পারে তবে একটু সতর্ক থাকলে ক্ষতি কি? ভালোবাসার ক্ষেত্রে বিশ্বাসকে আঁকড়ে ধরে থাকবেন। আপনি অপেক্ষাকৃত ভালো একটি কাজ পেতে পারেন। দায়িত্ব বাড়তে পারে কাজেই প্রস্তুত থাকুন। দায়িত্ব বাড়লে পরিশ্রমও বাড়বে, তাই না?