মানিকগঞ্জে এনটিভি চেয়ারম্যানের মুক্তি দাবি
এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ও অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর মুক্তির দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেন বিভিন্ন প্রতিষ্ঠানের সাংবাদিকরা। মানববন্ধন শেষে শহরের শহীদ রফিক সড়কে মিছিল করেন তাঁরা।
কর্মসূচিতে মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, প্রেসক্লাবের সাবেক সভাপতি এ এফ এম নুরতাজ আলম বাহার, সাংবাদিক সমিতি মানিকগঞ্জ শাখার সভাপতি ও যুগান্তরের মানিকগঞ্জ প্রতিনিধি মতিউর রহমান, এনটিভির মানিকগঞ্জ প্রতিনিধি আহমেদ সাব্বির সোহেল, একুশে টিভির মানিকগঞ্জ প্রতিনিধি সাব্বিরুল ইসলাম সাবু, এস এ টিভির মানিকগঞ্জ প্রতিনিধি বিপ্লব চক্রবর্তী, ৭১ টিভির মানিকগঞ্জ প্রতিনিধি মনিরুল ইসলাম মিহির, মাছরাঙ্গা টিভির মানিকগঞ্জ প্রতিনিধি গাজী ওয়াজেদ আলম, জিটিভির মানিকগঞ্জ প্রতিনিধি রিপন আনসারী, বৈশাখী টিভির মানিকগঞ্জ প্রতিনিধি আশরাফুল আলম লিটন, ইনডিপেনডেন্ট টেলিভিশনের মানিকগঞ্জ প্রতিনিধি আর এস মঞ্জুর রহমান, এটিএন বাংলার মানিকগঞ্জ প্রতিনিধি নিরঞ্জন কুমার সাহা, চ্যানেল ২৪-এর মানিকগঞ্জ প্রতিনিধি ইউসুফ আলী শেখ, চ্যানেল ৯-এর মানিকগঞ্জ প্রতিনিধি আরফিন আহমেদ আপেল, এশিয়ান টিভির সাজেদুর রহমান রাসেল, সময়ের সংবাদের সম্পাদক মাহবুবুল আলম জুয়েল, প্রথম আলোর মানিকগঞ্জ প্রতিনিধি আব্দুল মোমিন, আমাদের অর্থনীতির মানিকগঞ্জ প্রতিনিধি আবুল বাসার আব্বাসী, আরটিএন-এর মানিকগঞ্জ প্রতিনিধি সোহেল রেজাসহ বিভিন্ন প্রিন্ট ও টিভি সাংবাদিকরা উপস্থিত ছিলেন।