আসামিকে শারীরিক আর স্ত্রীকে যৌন নির্যাতন করার অভিযোগ
বরগুনায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক পরিদর্শকের বিরুদ্ধে আসামিকে শারীরিক নির্যাতন ও আসামির স্ত্রীকে যৌন নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া এক লাখ টাকা উৎকোচও দাবি করেছেন ওই সিআইডি কর্মকর্তা।
এসব অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আজ বুধবার দুপুরে বরগুনা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী গৃহবধূ (নির্যাতিত আসামির স্ত্রী) জানান, তাঁর স্বামী স্থানীয় ক্রোক শাহকারামতিয়া মাদ্রাসার দপ্তরি হিসেবে কর্মরত ছিলেন। ২০১১ সালের একটি হত্যা মামলার (জিআর ৪৪৫/১১) স্বাক্ষী হলেন তাঁর স্বামী। গত শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে তাঁর স্বামী যখন মাদ্রাসায় কর্মরত ছিলেন তখন তাঁকে ফোন করে ডেকে নেন সিআইডির পরিদর্শক মো. সিরাজ উদ্দিন। তাঁর স্বামী সেখানে উপস্থিত হলে তাঁর হাতে হাতকড়া লাগিয়ে রাতভর নির্যাতন করেন সিরাজ উদ্দিন। এ সময় ২০১১ সালের ওই মামলায় আলাউদ্দিন ওরফে অরুণ নামের স্থানীয় একজনকে জড়িয়ে স্বীকারোক্তি দিতে বলেন। পরের দিন রোববার সন্ধ্যায় তাঁর স্বামীকে গুরুতর অসুস্থ অবস্থায় আদালতে উপস্থাপন করে রিমান্ডের আবেদন করা হয়। আদালত আগামী ৮ এপ্রিল শুনানির দিন ধার্য করেন। তাঁর স্বামী বর্তমানে গুরুতর অসুস্থ রয়েছেন বলে জানান ভুক্তভোগী ওই স্ত্রী।
ভুক্তভোগী গৃহবধূ আরো জানান, রোববার দুপুরে ননদ ও এক দেবরের স্ত্রীসহ সিআইডি পুলিশের কার্যালয়ে স্বামীর সঙ্গে দেখা করতে যান তিনি। সে সময় তাঁকে একাকী একটি কক্ষে নিয়ে দরজাবন্ধ করে যৌন হয়রানি করেন সিআইডির পরিদর্শক সিরাজ উদ্দিন। একই সময়ে এক লাখ টাকা ঘুষ দাবি করেন এবং ওই মামলায় তাঁর স্বামীকে তাঁদের শেখানো স্বীকারোক্তি দিতে হুমকি দেন সিরাজ উদ্দিন। অন্যথায় তাঁকে ও তাঁর পরিবারের সবাইকে বিভিন্ন মামলায় জড়িয়ে দেওয়ার হুমকিও দেন সিরাজ।
এ বিষয়ে যোগাযোগ করলে সিআইডির পরিদর্শক সিরাজ উদ্দিন সব অভিযোগ অস্বীকার করে বলেন, ২০১১ সালের একটি হত্যা মামলার তদন্তে ওই ব্যক্তির সম্পৃক্ততা পাওয়া গেছে। সে কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পুরো ঘটনাটিকে আড়াল করতে তাঁর পরিবার মিথ্যা অভিযোগে এ সংবাদ সম্মেলন করেছেন এবং তার বিরুদ্ধে মিথ্যাচার করছেন।
এ বিষয়ে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ জানান, সংবাদ সম্মেলনের কথা তিনি শুনেছেন। বিষয়টি তাঁরা খতিয়ে দেখছেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।