লক্ষ্মীপুরে তরুণের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জের আমানিয়া এলাকার একটি পরিত্যক্ত মাঠ থেকে আজ বৃহস্পতিবার দুপুরে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। নিহত রতন (২৩) তালিকাভুক্ত সন্ত্রাসী নাছির বাহিনীর সদস্য ও একাধিক মামলার আসামি বলে দাবি করেছে পুলিশ।
নিহত রতন উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামের আবদুল খালেকের ছেলে। রতনের মা রহিমা বেগম জানান, ১১ দিন আগে সন্ত্রাসীরা তাঁর ছেলেকে অস্ত্র দেখিয়ে তুলে নিয়ে যায়। এরপর তিনি থানা পুলিশসহ বিভিন্ন জায়গায় বিষয়টি জানান। আজ তাঁর ছেলের লাশ পাওয়া যায়।
চন্দ্রগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রতন জানান, পরিত্যক্ত মাঠে গুলিবিদ্ধ অর্ধগলিত লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে, ৮ থেকে ১০ দিন আগে তাঁকে গুলি করে হত্যা করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, রতন লক্ষ্মীপুর পুলিশের তালিকাভুক্ত শীর্ষস্থানীয় সন্ত্রাসী নাছির বাহিনীর সদস্য। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।