মোসাদ্দেক আলীর মুক্তির দাবিতে শরীয়তপুরে মানববন্ধন
এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং বেসরকারি টেলিভিশন মালিক সমিতি অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সভাপতি আলহাজ্ব মোসাদ্দেক আলীর মুক্তির দাবিতে শরীয়তপুরে মানববন্ধন করেছে এনটিভি দর্শক ফোরাম ও স্থানীয় সংবাদকর্মীরা।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলা আইনজীবী সমিতির সামনে আধা ঘণ্টাব্যাপী মানববন্ধনে জেলার আইনজীবী ও সংবাদকর্মীরা অংশ নেন।
জেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম কাশেম, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিরউজ্জামান খান দিপু, শরীয়তপুর পৌরসভা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লুৎফর রহমান ঢালী মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন।