পরিবেশ দূষণের প্রতিবাদে গজারিয়ায় মানববন্ধন
দুটি শিল্প কারখানার বিষাক্ত বর্জ্য ও পরিবেশ দূষণের প্রতিবাদে আজ বৃহস্পতিবার মুন্সীগঞ্জের গজারিয়ায় দীর্ঘ মানববন্ধন করা হয়েছে।
গজারিয়া উপজেলার জামালদী বাসস্ট্যান্ড-হোসেন্দী বাজার সড়কে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়।
লস্করদী গ্রামবাসীর ব্যানারে তিন শতাধিক শিক্ষার্থীসহ গ্রামের হাজারো নারী-পুরুষ এ মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধন শেষে বিক্ষুব্ধ গ্রামবাসী বিক্ষোভ মিছিল নিয়ে মেঘনা সুপার বোর্ড ফ্যাক্টরির ভেতর প্রবেশ করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। পরে গ্রামবাসী ফটক থেকে ফিরে আসে।
মিছিলটি জামালদী বাসস্ট্যান্ড-হোসেন্দী বাজার প্রদক্ষিণ করে লস্করদী গ্রামে গিয়ে শেষ হয়। হোসেন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষিকা শাহনাজ আক্তার অভিযোগ করেন, সামুদা কেমিক্যাল ও মেঘনা সুপার বোর্ড ফ্যাক্টরির বিষাক্ত বর্জ্য ও ধোয়া থেকে লস্করদী গ্রামের শতভাগ নারী-পুরুষ-শিশু সর্দি-কাশি, অ্যাজমা ও শ্বাসকষ্ট রোগে ভুগছে। বিনষ্ট হচ্ছে আবাদী জমির ফসল। মেঘনা নদীর পানি দুষিত হয়ে কালো রং ধারণ করেছে।
হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক মিঠু বলেন, অবিলম্বে কেমিক্যাল ও সুপার বোর্ড ফ্যাক্টরির বিষাক্ত বর্জ্য ও ধোয়া থেকে গ্রামবাসীকে রক্ষা করতে হবে।