বরগুনার শারিকখালী ইউপিতে আ. লীগের প্রার্থী বিজয়ী
বরগুনার তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আবুল হোসেন বাদশাহ তালুকদার নির্বাচিত হয়েছেন। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. মোশাররফ হোসেনের চেয়ে ৬৬৪ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন।
শারিকখালী ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও তালতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আলিমুদ্দীন জানান, শারিকখালী ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আবুল হোসেন বাদশাহ তালুকদার নৌকা প্রতীক নিয়ে ২ হাজার ৬২৩ ভোট পেয়েছেন। অপরদিকে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মোশাররফ হোসেন ঘোড়া প্রতীক নিয়ে এক হাজার ৯৫৯ ভোট পেয়েছেন।