রাবি ছাত্রদলের সেক্রেটারি আটক, অনির্দিষ্টকালের ধর্মঘট আহ্বান
ছাত্রদলের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক কামরুল হাসানকে আটকের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের ধর্মঘট আহ্বান করেছে সংগঠনটি।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে ছাত্রদল বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি ইমতিয়াজ আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়।
এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর মেহেরচণ্ডি কড়াইতলা এলাকার নিজ বাড়ি থেকে গোয়েন্দা (ডিবি) পুলিশ কামরুলকে আটক করে।
বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান আহমেদ রাহি এনটিভিকে জানান, বাড়িতে তল্লাশি চালিয়ে কামরুলকে আটক করে ডিবি পুলিশ।
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জাহেদুর রহমানের সাথে যোগাযোগ করা হলে রাত ৮টায় এনটিভিকে বলেন, ‘এ রকম কোনো সংবাদ আমার কাছে নেই।’
তবে রাত ৮টা ১৮ মিনিটে মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ও মহানগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলম মুঠোফোনে ক্ষুদেবার্তায় কামরুলকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।
ইফতে খায়ের আলম এনটিভিকে জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন চলতি হরতাল-অবরোধে ক্লাস-পরীক্ষার উদ্যোগ নিলে কামরুল উপ-উপাচার্য চৌধুরী সারোয়ার জাহানকে হুমকি দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।