একটু সহনশীল হোন : প্রধান বিচারপতি
দেশের বিভিন্ন স্থানে আগুন ও বোমা হামলায় সাধারণ মানুষের মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তিনি সবাইকে আরো সহনশীল ও সচেতন হওয়ার অনুরোধ করেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক নৈশভোজ অনুষ্ঠানে প্রধান বিচারপতি এ অনুরোধ জানান।
প্রধান বিচারপতি বলেন, ‘আমাদের সাধারণ মানুষের নিরাপত্তা, চলাফেরা নিয়ে শঙ্কিত। এ মুহূর্তে আমি প্রধান বিচারপতি হিসেবে, সত্য কথা বলতে গেলে, যখন সকালে উঠে পত্রিকা বা টেলিভিশনে নিউজে দেখি, সাধারণ মানুষ যে রকম মৃত্যুবরণ করছে, এটা আমাকে খুব পীড়া দেয়। এবং এ অবস্থায় আপনারা আইনজীবীবৃন্দ যাঁরা আছেন, এখানে প্রশাসনে যাঁরা আছেন, বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনী যারা আছে, আমি খুব খুশি হলাম যে আমার মৌলভীবাজারে এ রকম দুর্ঘটনা ঘটে নাই। এবং আশা রাখব যে আমার আইনশৃঙ্খলা বাহিনী যারা আছে, তারা আরো সজাগ থাকবে, যাতে আমাদের মৌলভীবাজারে এই থেকে আমরা পরিত্রাণ পাই; আমার নিরীহ জনগণের প্রতি যেন আঘাত না আসে।
আমি আশা করব, শুধু মৌলভীবাজার চাইছি না, সারা বাংলাদেশে যাতে এই রকম দুর্ঘটনা না ঘটুক।... আমাদের মধ্যে বিরোধ থাকতে পারে। কিন্তু এই যে নিরীহ মানুষ যারা প্রাণ হারাচ্ছে, যে রিকশাচালক, যে বাসের ড্রাইভার, যে হেলপার—সে তো মারা গিয়েছে, তো পরিবারটার কী হবে। এটা আমাদের খুব পীড়া দেয়। আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে আবেদন করছি, আপনারা একটু সহনশীল হোন। একটু সচেতন হোন। একটু সহনশীলতা করেন, যাতে নিরীহ মানুষগুলো এইভাবে মৃত্যুবরণ না করে।’
সুরেন্দ্র কুমার সিনহা বলেন, ‘আরেকটা জিনিস স্মরণ না করে পারছি না, সেটা হলো আমাদের শাসনতন্ত্রের যে চারটি মৌলিক স্তম্ভ, আজকে ৪২ বছর পর একটা স্তম্ভ, যেটা ছিল ধর্মনিরপেক্ষতা—এটা এতদিন ছিল, ঠিক পরিপূর্ণ ছিল না।
আমি মনে করি, আমি প্রধান বিচারপতির পদ অলংকৃত করার পরে... ধর্মনিরপেক্ষতা পরিপূর্ণ হয়েছে।’ তাই তিনি যতদিন দায়িত্বে আছেন, ততদিন যেন বিচার বিভাগ ও দেশের উন্নতির জন্য কাজ করে যেতে পারেন, সেই দোয়া চান।
অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সভাপতি রমাকান্ত দাশগুপ্তের সভাপতিত্বে ও অ্যাডভোকেট মাসুক মিয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সমাজকল্যাণমন্ত্রী ও মৌলভীবাজার সদর আসনের সংসদ সদস্য সৈয়দ মহসিন আলী। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জেলা ও দায়রা জজ মনির আহমদ পাটোয়ারী, মুখ্য বিচারিক হাকিম মমতাজ বেগম, জেলা প্রশাসক মো. কামরুল হাসান, পুলিশ সুপার তোফায়েল আহাম্মদ, পৌরসভার মেয়র ফয়জুল করিম ময়ূন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সাইয়েদ মঈন উদ্দিন জুনেল, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শান্তিপদ ঘোষ, সাবেক সভাপতি মুজিবুর রহমান মুজিব প্রমুখ।