কৃমিনাশক ট্যাবলেট খাওয়ার পর গণঅসুস্থতা
মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান মাধ্যমিক বিদ্যালয়ের ৬০ জন ছাত্রী আকস্মিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে বিদ্যালয়ে পাঠদান চলার সময়ে এ ঘটনা ঘটে।
বাগোয়ান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম জানান, জাতীয় কৃমিনাশক কর্মসূচির আওতায় আজ সকালে ছাত্রছাত্রীদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়। এর কিছুক্ষণ পরে সপ্তম শ্রেণির ছাত্রী রিক্তা খাতুন অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। পর্যায়ক্রমে বিদ্যালয়ের ৬০ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তাদের মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ছাত্রীরা গণমনস্তাত্ত্বিক রোগে (মাসসাইকোসিস) আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে বলে জানিয়েছেন মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আনোয়ারুল ইসলাম। তিনি জানান, একজনের দেখাদেখি আতঙ্ক থেকে আরেকজন অসুস্থতা বোধ করেছে। এটা তেমন কোনো রোগ নয়। প্রাথমিক চিকিৎসায় সব ছাত্রী সুস্থ হয়ে উঠছে।