রম্য
ইলিশ কেনা : ক্রেতা-বিক্রেতার স্ক্রিনশট ফাঁস
ইলিশ এখন হটকেক। অনেকেই অনলাইনের মাধ্যমে ইলিশ কিনছেন। তাতে ঘটছে নানা ঘটনা, রটনা। অনলাইনে ইলিশ কিনতে গিয়ে জনৈক ক্রেতা ও বিক্রেতার মধ্যকার চ্যাটের স্ক্রিনশট ফাঁস করে দিচ্ছেন হাস্যরস প্রতিবেদক।
* ক্রেতা : আপনাদের কাছে ইলিশ কেনার অর্ডার দিয়েছিলাম। আপনারা এটা কী পাঠালেন?
বিক্রেতা : কী হয়েছে, স্যার?
ক্রেতা : আপনারা তো ইলিশের নামে জাটকা (একেবারে ছোট আকারের ইলিশ) পাঠিয়ে দিয়েছেন।
বিক্রেতা : মাইন্ড করছেন কেন, স্যার? জাটকা কিন্তু ইলিশ মাছেরই হয়, অন্য মাছের হয় না। সুতরাং বুঝতেই পারছেন, জাটকা মানেই ইলিশ।
* ক্রেতা : কেউ আছেন নাকি?
বিক্রেতা : না থাকলে চাকরি থাকবে না।
ক্রেতা : হা হা হা... কত করে ইলিশের পিস?
বিক্রেতা : বৈশাখ উপলক্ষে আমাদের বিশেষ ছাড়ে প্রতি পিস পাচ্ছেন মাত্র দুই হাজার টাকায়।
ক্রেতা : টাসকি খেয়ে গেলাম। আপনাদের সম্ভবত ধারণা, টাকা গাছে ধরে; ঝাঁকি দিলেই পড়ে যাবে।
বিক্রেতা : স্যার কি ইলিশ কিনবেন না?
ক্রেতা : রাখেন আপনার ইলিশ। আপনার সঙ্গে চ্যাট করে খামাখা আমার মেগাবাইট খরচ হলো।
* ক্রেতা : আপনারা কি আসলেই ইলিশ বিক্রি করছেন?
বিক্রেতা : আপনি এমন প্রশ্ন করছেন কেন, স্যার?
ক্রেতা : না মানে, গতবার অনলাইনে ইলিশের ছবি দেখে ইলিশ কিনেছিলাম। বাসায় পৌঁছে দেওয়ার পর দেখি ইলিশের নামে অবিকল ইলিশের মতো দেখতে মাছ গছিয়ে দিয়েছে।
* ক্রেতা : আপনাদের ইলিশের দাম কত করে?
বিক্রেতা : বুঝলেন স্যার, আমরা একেবারে পানির দরে ইলিশ দিচ্ছি...
ক্রেতা : তাহলে আমি দুঃখিত, ইলিশ কিনব না।
বিক্রেতা : একি বলেন স্যার! কেন কিনবেন না?
ক্রেতা : কারণ আমি পানির দরে ইলিশ কিনতে চাই না, মাছের দরেই ইলিশ কিনতে চাই।