এনটিভির চেয়ারম্যানের মুক্তির দাবিতে যশোরে মানববন্ধন
বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সভাপতি এবং এনটিভির চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর মুক্তির দাবিতে মানববন্ধন করেছে যশোরের এনটিভি দর্শক ফোরাম। আজ শনিবার সকালে যশোর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত যশোরের সাংবাদিক, সামাজিক-সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাহী সদস্য আনোয়ারুল কবীর নান্টু, যশোর প্রেসক্লাবের সাবেক সম্পাদক আহসান কবীর বাবু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি নূর ইসলাম, সাধারণ সম্পাদক এম আইউব, এনটিভি দর্শক ফোরাম যশোরের আহ্বায়ক ম ব জামান টুনু প্রমুখ।
বিএফইউজের নেতা আনোয়ারুল কবির নান্টু বলেন, দেশে চলমান সহিংসতা দমনে সরকার একদিকে সংবাদমাধ্যমের সহযোগিতা চাইছে, অন্যদিকে মিডিয়া ব্যক্তিদের গ্রেপ্তার করছে। এ দ্বৈতনীতি অবিলম্বে ত্যাগ করতে হবে। তিনি এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলী, ইটিভির চেয়ারম্যান আবদুস সালাম, মাহমুদুর রহমানের মুক্তি ও তাঁদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানান।
সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি নূর ইসলামও গ্রেপ্তার হওয়া সব গণমাধ্যম ব্যক্তিত্বের মুক্তি দাবি করেন।
সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক এম আইউব বলেন, একদলীয় শাসন প্রতিষ্ঠার জন্য মিডিয়ার ওপর নিপীড়ন-নির্যাতন চালানো হচ্ছে। দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য মিডিয়ার ওপর থেকে সব ধরনের নিয়ন্ত্রণ প্রত্যাহারের দাবি জানান তিনি।