মেহেরপুরে ‘বন্দুকযুদ্ধে ডাকাত’ নিহত
মেহেরপুরের গাংনী উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য। ডাকাতদের গুলিতে দুই পুলিশ কনস্টেবল আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে হেমায়েতপুর-আমতৈল সড়কের পাশে এ ঘটনা ঘটে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার দাবি করেন, হেমায়েতপুর গ্রাম থেকে আমতৈল-মানিকদিয়া গ্রামে যাওয়ার সড়কের পাশে আমানউল্লাহর কলাবাগানে ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে খবর পায় পুলিশ। এরপর পুলিশের দুটি টহল দল ঘটনাস্থলে যায়। কলাবাগানটি চারদিক থেকে ঘেরাও করতে শুরু করে পুলিশ। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে ডাকাত দল পালিয়ে যায়।
এরপর কলাবাগান থেকে অজ্ঞাত একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে চারটি বোমা, দুটি ধারালো অস্ত্র ও একটি এলজি শাটারগান উদ্ধার করা হয় বলেও দাবি করেন ওসি।
এদিকে, আহত ব্যক্তিকে পুলিশ পিকআপভ্যানে চিকিৎসার জন্য গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এম কে রেজা তাঁকে মৃত ঘোষণা করেন।