রম্য
যে কারণে ঢাকা জলাবদ্ধ থাকে
আসছে বর্ষা মৌসুম। যে কারণে ঢাকা ও এর আশপাশে জলাবদ্ধতা থাকে, তার কয়েকটি কারণ ব্যাখ্যা করেছে হাস্যরস। আর সেই কারণগুলো ছাপিয়েছে আমাদের হাস্যরস বিভাগ।
১. যেসব শিশু-কিশোর গ্রামগঞ্জে যাওয়ার সুযোগ নেই কিংবা যাওয়ার কোনো ব্যবস্থা নেই, তাদের নদী-খাল কিংবা ডোবা সম্পর্কে সম্যক ধারণা দেওয়ার জন্য।
২. নগরে কর্মব্যস্ততা, যানজট এবং একঘেয়েমি দূর করার জন্য প্রতিবছরে সড়কে নৌ ভ্রমণের ব্যবস্থা করা।
৩. যেসব রিকশাচালক প্যাডেল চাপতে চাপতে পায়ে প্যারালাইসিস হয়ে গেছে, নৌকা চালিয়ে তাদের জীবিকা নির্বাহের ব্যবস্থা করা।
৪. মাছ শিকার কার না ভালো লাগে, অন্তত বছরে একবার হলেও নগরবাসীর ঘরে বসে মাছ শিকারের ব্যবস্থা করা।
৫. সর্বোপরি নগরের পয়োনালি পরিচ্ছন্ন করার ইহাই উত্তম ব্যবস্থা। তাই কবির ভাষায়—এসো হে বর্ষা এসো এসো, জল আন বয়ে নগরকে দাও ডুবিয়ে, পয়োনালির আবর্জনা দূর হয়ে যাক যাক যাক... এসো এসো ।