মুন্সীগঞ্জে ট্রাক ও বাসে আগুন
অবরোধ ও হরতালের মধ্যে মুন্সীগঞ্জে পৃথক জায়গায় বাস ও ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জেলার লৌহজং ও গজারিয়া উপজেলায় আজ সোমবার সকালে এসব ঘটনা ঘটে।
মাওয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ইউনুস আলী জানান, আজ ভোররাত সাড়ে ৪টার দিকে লৌহজং উপজেলার পুরাতন ফেরিঘাট এলাকায় গোধূলী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
অন্যদিকে, গজারিয়া উপজেলার জামালদী বাসস্ট্যাডের কাছে দাঁড়িয়ে থাকা কুমিল্লাগামী বই বহনকারী একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনের ঘটনায় ট্রাকে থাকা বেশ কিছু বই পুড়ে যায়।
হাইওয়ে ভবেরচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট সাইফুল ইসলাম জানান, সকাল সাড়ে ৬টার দিকে আগুন দেওয়ার ঘটনা ঘটে। আগুন দেওয়ার পর ট্রাক থেকে নামতে গিয়ে চালক আহত হন।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হাসান জানান, ট্রাকে বিভিন্ন শ্রেণিতে বিনামূল্যে বিতরণের জন্য পাঠ্যবই ছিল। আগুনে বেশ কিছু বই পুড়ে গেছে। তবে কত বই পুড়েছে, এ বিষয়ে জানতে চাইলে পরে জানানো হবে বলে জানান ওসি।