ময়মনসিংহের ত্রিশালে বাসে পেট্রলবোমা
ময়মনসিংহের ত্রিশালে একটি বাসে পেট্রলবোমা ছুড়ে মেরেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত ১২টার দিকে ত্রিশাল বাজারে ইভা ফিলিং স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, বাসটি ফিলিং স্টেশনের কাছে দাঁড়ানো ছিল। এ সময় বাসটিতে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা দেওয়ান সোহেল রানা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি। তবে আগুনে বাসটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে বলে জানান তিনি।