রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনশন তৃতীয় দিনে
উপাচার্যের অপসারণ ও শিক্ষক-শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তৃতীয় দিনের মতো অনশন চলছে। শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা এতে অংশ নিয়েছেন।
রোববার রাত সাড়ে ৮টা থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পুলিশ ফাঁড়ির সামনে এ কর্মসূচি শুরু হয়েছে। এতে প্রায় ৫০ জন অংশ নিয়েছেন। গতকাল রাত ৯টার দিকে রসায়ন বিভাগের শিক্ষক এইচ এম তরিকুল ইসলাম ও অর্থনীতি শেষ বর্ষের ছাত্র শাজাহান আলী অসুস্থ হয়ে পড়লে তাঁদের স্যালাইন ও ইনজেকশন দেওয়া হয়। অনশনের তৃতীয় দিনও সমস্যা সমাধানে এখনো কেউ এগিয়ে আসেনি।
বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবিসহ চার দফা দাবিতে ৪ ফেব্রুয়ারি কিছু সংখ্যক শিক্ষার্থী অনশন শুরু করলে মধ্যরাতে তাঁদের ওপর সন্ত্রাসী আক্রমণ চালানো হয়। এতে দুই শিক্ষকসহ ছয় শিক্ষার্থী গুরুতর আহত হন। গত নভেম্বর থেকে উপাচার্য প্রফেসর ড. এ কে এম নুর-উন নবীর অপসারণসহ বেশ কয়েক দফা দাবিতে আন্দোলন করে আসছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। গত ১১ ডিসেম্বর থেকে এ পর্যন্ত প্রশাসনিক ভবনের মূল গেটে তালা ঝুলিয়ে দিয়ে উপাচার্যকে তাঁর কার্যালয়ে ঢুকতে দেননি আন্দোলনকারীরা। ২৯ জানুয়ারি থেকে একাডেমিক ভবনে তালা দিয়ে ক্লাস ও পরীক্ষা গ্রহণ বন্ধ করে সর্বাত্মক ধর্মঘট শুরু করেন আন্দোলনকারীরা।