উত্তর কোরিয়া পরমাণু অস্ত্রকেন্দ্র ‘বন্ধ করবে মে মাসে’
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন জানিয়েছেন, উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র পরীক্ষা কেন্দ্র বন্ধ হবে আগামী মে মাসে।
আজ রোববার সকালে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুনের মুখপাত্র ইয়ুন ইয়াং-চ্যান জানান, উত্তর কোরিয়ার নেতা কিম জন উন দেশটির পুংগিরি অঞ্চলে পরমাণু অস্ত্র পরীক্ষা কেন্দ্রটি মে মাসে বন্ধ করবেন।
মুন জায়ে-ইন বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পরমাণু নিরস্ত্রীকরণে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ দলকে আমন্ত্রণ জানানো হবে।
এদিকে, শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, উত্তর কোরিয়ার নেতাদের সঙ্গে তিন থেকে চার সপ্তাহ পরে পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে বৈঠকে বসবেন।
এর আগে শুক্রবার কোরীয় উপদ্বীপকে সম্পূর্ণ পরমাণু নিরস্ত্রীকরণ করা আর শান্তি রক্ষায় উত্তর ও দক্ষিণ কোরিয়া এক ঐতিহাসিক ঘোষণায় স্বাক্ষর করেছে। সকালে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট অসামরিক সীমান্ত এলাকায় বৈঠকে বসেন। এরপর বিকেলে এই চুক্তির ঘোষণা আসে।