ফক্স স্পোর্টসের সেরা একাদশে সাকিব
বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক আগে সাকিব আল হাসানকে নিয়ে চলছে মাতামাতি। কয়েক দিন আগে শ্রীলঙ্কার স্পিন-কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন বিশ্বকাপে তাঁর সেরা স্পিনার একাদশের শুরুতেই সাকিবের নাম রেখেছিলেন। এবার ফক্স স্পোর্টসের এক দর্শক জরিপেও বিশ্বকাপের সেরা একাদশে জায়গা করে নিয়েছেন এই সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার।
অস্ট্রেলিয়ার ক্রীড়াবিষয়ক জনপ্রিয় গণমাধ্যম ফক্স স্পোর্টসের ওয়েবসাইটে চালানো হয়েছিল এই জরিপ। সেখানে ৫০ হাজারেরও বেশি ভোট পেয়ে বিশ্বকাপের সেরা একাদশে জায়গা করে নিয়েছেন তিন ধরনের ক্রিকেটেই অলরাউন্ডারদের র্যাংকিংয়ে শীর্ষে থাকা সাকিব। অলরাউন্ডার বিভাগে তিনি পেয়েছেন ৫১.৮৮ শতাংশ ভোট। দলের দ্বিতীয় অলরাউন্ডার হিসেবে দর্শকরা বেছে নিয়েছেন অস্ট্রেলিয়ার জেমস ফকনারকে। তাঁর প্রাপ্তি ১৫ শতাংশ ভোট।
সেরা একাদশে বাকি নয়জন হলেন স্টিভেন স্মিথ, এবি ডি ভিলিয়ার্স, হাশিম আমলা, কুমার সাঙ্গাকারা, ব্রেন্ডন ম্যাককালাম, বিরাট কোহলি, মিচেল জনসন, লাসিথ মালিঙ্গা ও ডেল স্টেইন।
ফক্স স্পোর্টসের ওয়েবসাইটে সাকিব সম্পর্কে বলা হয়েছে : ‘বাংলাদেশকে গ্রুপ পর্বের বাধা পেরোতে হলে বিশ্বের সেরা অলরাউন্ডারকে নিজের সেরা খেলাটা দেখাতে হবে। সাকিব একজন প্রতিভাবান ব্যাটসম্যান ও নিখুঁত বাঁ-হাতি স্পিনার। ক্রিকেট বোর্ডের সঙ্গে ঝামেলার পর তিনি দুর্দান্তভাবে জাতীয় দলে ফিরেছেন।’
এবারের বিশ্বকাপের সেরা স্পিনারদের কথা বলতে গিয়ে সবার প্রথমে সাকিবের নাম নিয়েছেন মুরালিধরন। সাকিব সম্পর্কে টেস্ট-ওয়ানডে দুটোরই সর্বোচ্চ উইকেট শিকারী ‘মুরালি’ লিখেছেন, ‘বল খুব বেশি ঘোরাতে না পারলেও সাকিব খুবই চতুর বোলার। বিশ্বকাপের ঠিক আগে সে বিগ ব্যাশ লিগে খেলেছে। অর্থাৎ অস্ট্রেলিয়ার কন্ডিশন সম্পর্কে সে ভালোভাবে জানতে পেরেছে। অবশ্য একটা জায়গায় সাকিবকে সমস্যায় পড়তে হতে পারে। সেটা হলো একই সঙ্গে তাকে রান কম দিতে হবে আবার উইকেটও নিতে হবে। তবে বাংলাদেশের অন্য বোলাররা ভালো বল করে উইকেট নিতে পারলে সাকিব খুবই কার্যকরী হয়ে উঠবে।’