ময়মনসিংহ ভূমি অফিসে অগ্নিসংযোগ, নথিপত্র ভস্মীভূত
ময়মনসিংহ সদর উপজেলা ভূমি অফিসের একটি কক্ষে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা । অগ্নিকাণ্ডে পুড়ে গেছে গুরুত্বপূর্ণ বেশকিছু নথিপত্র ।
অগ্নিকাণ্ডে দুটি নামজারি রেজিস্টার, চারটি নামজারি খতিয়ান রেজিস্টার ও খারিজের নথি প্রায় ৫০-৬০ ভাগ পুড়ে গেছে। রাত সাড়ে ৯টা থেকে পৌনে ১০টার দিকে দুর্বৃত্তরা এই অগ্নিসংযোগের ঘটনা ঘটায় বলে জানান অফিসের কেয়ারটেকার বারেক ।
বারেক জানান, অগ্নিকাণ্ডের ঘটনা বুঝতে পেরে তিনি রুমের খোলা জানালা দিয়ে এবং দরজা ভেঙে পানি দিয়ে আগুন নেভান। এ সময় আশপাশের লোকজন তাঁকে সহায়তা করে। খবর পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হারুনুর রশিদ, সদর ইউএনও এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান । অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।