মুন্সীগঞ্জে বাকপ্রতিবন্ধী যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
মুন্সীগঞ্জ থেকে মো. শাহীন মিয়া (২৫) নামের এক বাকপ্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বেলা ১২টার দিকে সদরের দুর্গাবাড়ী এলাকায় কড়ইগাছের ডালে ঝুলন্ত অবস্থায় ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. সাহেদুল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শাহীন নয়াগাঁও মধ্যপাড়া গ্রামের মো. আবুল হোসেনের ছেলে।