মুন্সীগঞ্জে লঞ্চ থেকে ১৪ শ কেজি জাটকা জব্দ
মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে যাত্রীবাহী একটি লঞ্চ থেকে এক হাজার ৪০০ কেজি জাটকা জব্দ করেছে নৌপুলিশ। আজ বুধবার সকাল ৬টার দিকে এগুলো জব্দ করা হয়।
মুক্তারপুর নৌ-ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) তালেব জানান, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ধলেশ্বরী নদীতে ভোলা থেকে ঢাকাগামী এমভি পাতারহাট-৪ নামের একটি লঞ্চে অভিযান চালায় পুলিশ। এ সময় বিভিন্ন ঝুড়িতে থাকা এসব জাটকা ইলিশ জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
মুন্সীগঞ্জ সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা শাহজাদা খসরু জানান, জাটকাগুলো স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে।