নেত্রকোনায় ট্রাকে পেট্রলবোমার ঘটনায় আটক ৪
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরিতে ট্রাকে পেট্রলবোমা হামলার ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গতকাল মঙ্গলবার রাতে এবং আজ বুধবার সকালে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
এঁরা হলেন উপজেলার বাকলজোড়া ইউনিয়নের শ্রীরামখিলা গ্রামের আহমেদ নেওয়াজ (৩৫), বিরিশিরি ইউনিয়নের মিরবির গ্রামের তারা মিয়া (৪৫), দাখিনাইল গ্রামের আব্দুল মোতালেব (৪০) ও জহিরুল ইসলাম রুবেল (৩৫)।
গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে বিরিশিরিতে বালু বোঝাই একটি ট্রাকে একদল দুষ্কৃতকারী পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে ময়মনসিংহের ফুলপুর উপজেলার সাধুপাড়া গ্রামের ট্রাকচালক আশরাফুল ইসলাম (২৮) ও একই উপজেলার চাঁনপুর গ্রামের চালকের সহকারী সোহাগ মিয়া (২২) দগ্ধ হন।
তাঁদের প্রথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ও পরে রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আশরাফুলের শরীরের ১৫ শতাংশ ও সোহাগের ১০ শতাংশ পুড়ে গেছে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম আটকের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।