খালেদা জিয়ার আইনজীবীসহ ১০০ জনের বিরুদ্ধে মামলা
নেত্রকোনার দুর্গাপুরের বিরিশিরিতে ট্রাকে পেট্রলবোমা ছুড়ে দুই ব্যক্তিকে দগ্ধের ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত আইনজীবী ও কেন্দ্রীয় বিএনপির সদস্য ব্যারিস্টার কায়সার কামালসহ ১০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
গতকাল বুধবার রাতে বিশেষ ক্ষমতা আইনে ও নাশকতার অভিযোগে ৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৬০ জনকে আসামি করে মামলাটি করেন দুর্গাপুর থানার উপপরিদর্শক মাজহারুল ইসলাম।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান জানান, কায়সার কামাল ছাড়াও মামলায় দুর্গাপুর উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূইয়া, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক দুর্গাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন আসাদ, উপজেলা যুবদলের সভাপতি গোলাম রাব্বি নিশার ও উপজেলা ছাত্রদলের সভাপতি অসীম সাহাকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি।
গত মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে দুর্গাপুরে বিরিশিরি এলাকায় বালুবোঝাই একটি ট্রাকে পেট্রলবোমা ছুড়ে মারা হয়। এতে ট্রাকের চালক ও তাঁর সহকারী দগ্ধ হন। সেদিন রাতেই অভিযান চালিয়ে বিএনপির চার কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।