‘বন্দুকযুদ্ধে’ নিহত জনির পরিবারের পাঁচজন আটক
‘বন্দুকযুদ্ধে’ নিহত ছাত্রদল নেতা জনির বাবা, মা, সন্তানসম্ভবা স্ত্রীসহ পরিবারের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে তাঁদের আটক করে গুলশান থানার পুলিশ।
একই সময় ছাত্রদলের যুগ্ম-সম্পাদক সেলিনা সুলতানা নিশিতাকেও আটক করে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সেলিনা সুলতানা নিশিতা জনির পরিবারের সদস্যদের সঙ্গে কার্যালয়ে প্রবেশ করতে গেলে পুলিশ তাঁদের আটক করে। এ ব্যাপারে গুলশান থানার সঙ্গে যোগাযোগ করা হলে কেউ ফোন ধরেনি।
পরে সাংবাদিক নেতা রুহুল আমীন গাজীর নেতৃত্বে সাংবাদিকদের নয় সদস্যের একটি দল খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যায়।পুলিশ তাদের প্রবেশ করতে দেয়নি।
গত ১৯ জানুয়ারি রাত সাড়ে ৩টায় খিলগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনি খিলগাঁও জোড়াপুকুর মাঠে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।