ষষ্ঠ দিনে গড়াল রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনশন
উপাচার্যের অপসারণ ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কমর্চারীদের আমরণ অনশন কর্মসূচি আজ শুক্রবার ষষ্ঠ দিনে গড়িয়েছে।
দুই শিক্ষক ও ছয় শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ায় তাঁদের রংপুর কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক তাবিউর রহমান প্রধান এবং রসায়ন বিভাগের শিক্ষক তারিকুল ইসলাম গতকাল বৃহস্পতিবার রাতে অজ্ঞান হয়ে পড়েন।
আমরণ অনশন ষষ্ঠ দিনে গড়ালেও বিশ্ববিদ্যালয় প্রশাসন সংকট উত্তরণে কোনো উদ্যোগ নেয়নি। ফলে কার্যত অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়টি।
পদোন্নতি পাওয়া শিক্ষকদের প্রাপ্য মর্যাদা ও আর্থিক সুবিধা প্রদান, শিক্ষা ছুটি নিয়ে জটিলতা নিরসন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও বিভাগীয় প্রধান নিয়োগ, মাস্টার্স কোর্স চালু, আবাসিক হল খুলে দেওয়া, ক্যাফেটেরিয়া ও ল্যাব চালু, কর্মকর্তা-কর্মচারীদের স্থায়ী নিয়োগ এবং ১৯ মাসের বকেয়া বেতন প্রদানসহ বেশ কয়েকটি দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। এসব দাবি মেনে না নেওয়ায় গত ১১ ডিসেম্বর থেকে উপাচার্যের অপসারণ দাবিতে এক দফা আন্দোলন শুরু হয়। ৪ ফেব্রুয়ারি একদল মুখোশধারী অনশনকারীদের ওপর হামলা চালায়। এর প্রতিবাদে ৮ ফেব্রুয়ারি থেকে ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সামনে আবারও অনশন শুরু করেন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা।