ময়মনসিংহে বিদ্যুৎকেন্দ্রের ট্রান্সফরমার কারখানায় আগুন
ময়মনসিংহে বিদ্যুৎ উপকেন্দ্রের ট্রান্সফরমার মেরামত কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার ভোরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ময়মনসিংহ অঞ্চলের প্রধান কার্যালয়ের কেওয়াটখালী গ্রিড উপকেন্দ্রে এ ঘটনা ঘটে।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবুল হোসেন জানান, খবর পেয়ে ভোর সাড়ে ৪টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। কীভাবে আগুনের সূত্রপাত্র, তা এখনো জানা যায়নি।
আগুনে কারখানার পুরাতন বৈদ্যুতিক ট্রান্সফরমার মেরামতের একমাত্র সেন্ট্রিফিউজিং মেশিন, বহু পুরাতন ট্রান্সফরমার, তেলসহ অন্যান্য যন্ত্রাংশ পুড়ে গেছে । অল্পের জন্য কারখানাসংলগ্ন কেওয়াটখালী ১১ কেভিএ নিয়ন্ত্রণকক্ষ রক্ষা পেয়েছে।
অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছেন পিডিবির ময়মনসিংহ অঞ্চলের প্রধান প্রকৌশলী শেখ মো. আলাউদ্দিন। তিনি জানান, কমিটিকে আগামী সাত কর্মদিবসে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
তদন্ত কমিটির সদস্যরা হলেন পিডিবির ময়মনসিংহের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মৃণাল কান্তি সেন, অতিরিক্ত পরিচালক (বাণিজ্যিক) প্রকাশ চন্দ্র বিশ্বাস, সহকারী প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী (বিবিবি-২) জাহাঙ্গীর আলম জুয়েল, ঢাকায় পিডিবির নিরাপত্তা ও অনুসন্ধান পরিদপ্তরের কর্মকর্তা মাসুদুজ্জামান।