এসএসসি পরীক্ষার্থীদের নকল সরবরাহ, ৯ শিক্ষক আটক
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় আজ শুক্রবার এসএসসি পরীক্ষার্থীদের নকল দেওয়ার সময় নয় শিক্ষককে আটক করে পুলিশ।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, আটক ব্যক্তিরা উপজেলার বিভিন্ন বেসরকারি বিদ্যালয় ও বিভিন্ন বাড়ির গৃহশিক্ষক। আজ বেলা ১১টার দিকে উপজেলার রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কাছে একটি বাড়ি থেকে ইংরেজি প্রথম পত্রের প্রশ্ন ও উত্তর লেখাসংবলিত নকলসহ তাঁদের আটক করা হয়। তাঁদের থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।