নরসিংদীতে ট্রলার ডুবি, নিহত ২
নরসিংদীর মেঘনা নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবিতে দুইজন মারা গেছে। আজ শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মেঘনা নদীর শ্রীনগর পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আবুল হোসেনের স্ত্রী আম্বিয়া বেগম (৫৫) ও তার নাতি জিসান (৭)। এছাড়া নিখোঁজ রয়েছে আরো দুইজন। তবে পুলিশের দাবি বাকীরা সবাই তীরে উঠে আসতে সক্ষম হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সন্ধ্যা ৭টার দিকে নরসিংদী থেকে যাত্রীবোঝাই একটি ট্রলার সলিমগঞ্জ যাচ্ছিল। বিভিন্ন ঘাটে যাত্রী নামানো শেষে ট্রলারটি পুনরায় সলিমগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। ট্রলারটি মেঘনা নদীর শ্রীনগর পয়েন্টে পৌঁছালে নবীনগর থেকে নরসিংদীগামী এম এম মানিকনগর নামক লঞ্চের সাথে ধাক্কা লাগে। এসময় ৭ জন যাত্রী নিয়ে ট্রলারটি নদীতে তলিয়ে যায়। এসময় আম্বিয়া ও জিসান নদীতে ডুবে মারা যায়। খবর পেয়ে রাত ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোশারফ হোসেন জানায়, ধারণা করা হচ্ছে অন্ধকারে লঞ্চের সারেং ট্রলারটি দেখতে পায় নি। ফলে লঞ্চ ও ট্রলারের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। তবে ঘটনার পরই লঞ্চটি ওই স্থান থেকে পালিয়ে যায়। পুলিশ লঞ্চটির খোঁজে তৎপরতা শুরু করেছে|