সোমবার খালেদা জিয়ার কার্যালয় ঘেরাওয়ে সবাইকে নৌমন্ত্রীর আমন্ত্রণ
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় ঘেরাও করে হরতাল ও অবরোধ প্রত্যাহার করতে বাধ্য করা হবে বলে ঘোষণা দিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। আজ শনিবার সকালে রাজধানীর ধানমন্ডিতে সহিংসতা ও নাশকতার প্রতিবাদে শ্রমিক-কর্মচারী পেশাজীবী সমন্বয় পরিষদ আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে নৌমন্ত্রী এ ঘোষণা দেন। আগামী সোমবারের এই কর্মসূচিতে সবাইকে অংশ নেওয়ার ‘আমন্ত্রণ’ জানিয়েছেন তিনি।
নৌমন্ত্রী বলেন, ‘পরশুদিন (সোমবার) বেগম খালেদা জিয়ার গুলশানের অফিস ঘেরাও করা হবে। আপনারা সকলে সেখানে আমন্ত্রিত। আমরা খালেদা জিয়াকে ঘেরাও করে অবরোধ এবং হরতাল প্রত্যাহার করতে বাধ্য করতে চাই।
অবরোধ প্রত্যাহার করতে হবে অন্যথায় বাংলাদেশের মানুষ কিন্তু আপনাকে (খালেদা জিয়া) এবং আপনার দলের নেতা-কর্মীকে রাস্তায় যে যেখানে পাবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে, সেই দিন আর বেশি দূরে নয়। অবিলম্বে তা আপনারা দেখতে পারবেন।’
শাহজাহান খান আরো বলেন, ‘জামায়াতের সঙ্গে আঁতাত করবেন? জামায়াত হলো খালেদা জিয়ার দিল কি টুকরা, আখোকি তারা। সেই জামায়াতকে নিয়ে ১৯৭১ সালে যা করেছিল, এখন একই কাজ করছে। বেগম খালেদা জিয়া ও জামায়াতের চরিত্রের মধ্যে কোনো পার্থক্য নাই।’
নৌমন্ত্রী বলেন, ‘আমরা খালেদা জিয়াকে বলে দিতে চাই, শেখ হাসিনার (প্রধানমন্ত্রী) শিকড় এত হালকা নয় যে ফুঁ দিলেই শেখ হাসিনার শিকড় উপড়ে যাবে। শেখ হাসিনার শিকড় বাংলার জনগণের হৃদয়ের মধ্যে স্থাপিত। এবং সেই কারণে শেখ হাসিনা আজকে বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে সকল সন্ত্রাসকে মোকাবিলা করার জন্য তিনি সক্ষম।’