মালয়েশিয়ায় ‘রিহায়ারিং কর্মসূচি’র শেষ সময় ৩০ জুন
মালয়েশিয়ায় অবৈধ শ্রমিকদের কাজের বৈধতা দেওয়ার ‘রিহায়ারিং কর্মসূচি’ আগামী ৩০ জুন শেষ হবে বলে জানিয়েছেন’দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন। তিনি বলেছেন, ‘রিহায়ারিংয়ের সময় কোনো অবস্থাতেই বাড়ানো হবে না।’
মহিউদ্দিন ইয়াসিন বলেন, ‘এখন পর্যন্ত সাত লাখ ৪৪ হাজার ৯৪২ জন অবৈধ শ্রমিক এবং ৮৩ হাজার ৯১৯ জন নিয়োগকারী এই রিহায়ারিং কর্মসূচির আওতায় নিবন্ধিত হয়েছেন।’ তিনি বলেন, ‘রিহায়ারিং কাজের জন্য যাদের নিয়োগ দেওয়া হয়েছিল এই সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তাঁদের মেয়াদও শেষ হবে। এ সময় আর বৃদ্ধি করা হবে না।’
এরপর থেকে যেকোনো বিষয়ে বিদেশি শ্রমিকরা ও নিয়োগকারীরা সরাসরি ‘ইমিগ্রেশন ডিপার্টমেন্টে’ যোগাযোগ করতে পারবেন বলে জানান মহিউদ্দিন ইয়াসিন।
২০১৬ সালের ফেব্রুয়ারি থেকে মালয়েশিয়া এই ‘রিহায়ারিং কর্মসূচি’ পরিচালনা করছে। দেশটির সরকার চলতি বছরে আগস্ট পর্যন্ত অবৈধ বিদেশি শ্রমিকদের জন্য স্বেচ্ছায় আত্মসমর্পনের সুযোগ দেবে। তবে ৩০ জুনের পর অবৈধ অভিবাসীদের আটকের জন্য ‘ইমিগ্রেশন ডিপার্টমেন্ট’ ব্যাপক অভিযান শুরু করবে বলে জানিয়েছেন মহিউদ্দিন ইয়াসিন।
মহিউদ্দিন ইয়াসিন জানান, ‘বিদেশি শ্রমিক ও নিয়োগকারীদের আইন মেনে চলার বিষয়টি নিশ্চিত করতে সরকার কোনো ধরনের আপোস করবে না। এ ছাড়া অবৈধ শ্রমিক মোকাবিলা করার জন্য কঠোর পদক্ষেপের ইঙ্গিত দেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী।