অবরোধের নামে সহিংসতা বন্ধে হাইকোর্টের নির্দেশ
হরতাল-অবরোধের নামে সহিংসতা ও জনগণের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয় এমন কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আজ রোববার দুপুরে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষায় বাধাদানকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতেও সরকারের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে।
শাহীনুর ইসলাম শাহীন ও শফিউল আলম নামের দুই ব্যক্তির দায়ের করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে আদালত এই নির্দেশ দেন। এতে হরতালের সময় অগ্নিসংযোগ ও জনগণের চলাচলে বাধা সৃষ্টি কেন অবৈধ ঘোষণা করা হবে না- এই মর্মে রুলও জারি করা হয়েছে। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এসব ঘটনা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।