জাতীয় সনদ রচনার উদ্যোগ চায় বিএনপি
নির্দলীয় সরকারের অধীনে অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে জাতীয় সনদ রচনার উদ্যোগের কথা বলেছে বিএনপি। আজ রোববার দলটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘জাতীয় ঐকমত্য, জাতীয় সংলাপ ও জাতীয় সনদ রচনার যে কোনো উদ্যোগকে আমরা স্বাগত জানাই।’
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত ওই বিবৃতিতে আরো বলা হয়, ‘মুক্তিযুদ্ধের চেতনার মূল ভিত্তি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের ওপর ভিত্তি করে জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তিকে চূড়ান্ত রূপদানের লক্ষ্যে জাতীয় সনদ রচনা ও প্রয়োজনে সংবিধান পুনর্লিখন বর্তমান সময়ের দাবি। জাতীয় পর্যায়ে ব্যাপকভিত্তিক সামাজিক পরিবর্তনের এই সুযোগকে অবশ্যই জনস্বার্থে ফলপ্রসূ করতে হবে।’
বিবৃতিতে বলা হয়, ‘ক্ষমতার জন্য নয়, বরং বাংলাদেশকে স্থিতিশীল, গণতান্ত্রিক, সমৃদ্ধ, উন্নত রাষ্ট্র হিসেবে পরিণত করতেই খালেদা জিয়া গণতন্ত্র মুক্তির চলমান আন্দোলনে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। এ জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছেন তিনি।’
প্রত্যেক সৃষ্টির এবং বিজয়ের প্রসব বেদনা থাকে এমন মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব বিবৃতিতে বলেন, ‘এখন সমগ্র জাতি কষ্টসাধ্য বেদনাকে স্বীকার করেই প্রকৃত গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে বদ্ধপরিকর।’
বিবৃতিতে শনিবার ২০-দলীয় জোটের পূর্বঘোষিত শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে দেশের বিভিন্ন স্থানে পুলিশের আক্রমণ এবং বিরোধীদলীয় অনেক নেতা-কর্মীকে গ্রেপ্তারের নিন্দা জানানো হয়। এ ছাড়া ঢাকা, নারায়ণগঞ্জ, রাজশাহী, মাগুরা, খুলনা, কুমিল্লা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী পেট্রল বোমাবাজি, ককটেল ফাটানো এবং বোমা তৈরির সময় হাতেনাতে ধরা পড়লেও ওপরের নির্দেশে ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়।
বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ‘পোশাকশিল্প মালিকদের অনশনে ব্যবসায়ী নেতৃবৃন্দ কর্তৃক সরকারকে পানি, গ্যাস ও বিদ্যুৎ বিল এবং ট্যাক্স প্রদান বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিকে আমরা স্বাগত জানাই। অগণতান্ত্রিক অবৈধ সরকারকে রাজস্ব প্রদানের বৈধতা থাকতে পারে না। বিজিএমইএর অনুষ্ঠানে সরকারি গোষ্ঠীর মদদে বোমা হামলা হয়েছে বলে আমরা মনে করি। এ ধরনের ঘৃন্য ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই।’
তবে ‘এসব গণহত্যা, গণগ্রেপ্তার, অত্যাচার, জুলুম-নির্যাতন করে অবৈধ সরকার তার মসনদ রক্ষা করতে পারবে না’ বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন সালাহ উদ্দিন আহমেদ। ‘আওয়ামী দুঃশাসন থেকে দেশ ও জাতিকে রক্ষার এই গণ-আন্দোলনের জয় না পাওয়া পর্যন্ত গণতন্ত্র মুক্তির চলমান সংগ্রাম অব্যাহত থাকবে’ বলেও জানান তিনি।