ঢাকায় নাশকতার পরিকল্পনার অভিযোগে আটক ২৭
নাশকতার পরিকল্পনা করার অভিযোগে রাজধানী থেকে বিএনপি-জামায়াত ও নিষিদ্ধঘোষিত ইসলামী সংগঠন ‘হিযবুত তাহরীরের’ ২৭ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আজ সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় এদের আটক করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মাসুদুর রহমানের (গণমাধ্যম) বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা লাগাতার অবরোধ ও ৭২ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করার অভিযোগে বিএনপির ১৭ নেতা-কর্মী, জামায়াতের আট কর্মী এবং সন্দেহভাজন দুই হিযবুত তাহরীর সদস্যকে আটক করা হয়েছে।