যানজটের কবলে প্রধানমন্ত্রী
রাজধানীতে যানজটের কবলে পড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠকে যাওয়ার পথে প্রধানমন্ত্রীর গাড়িবহর রাজধানীর তিনটি স্থানে আটকা পড়ে।
প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলমের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, আজ সোমবার সকাল ১০টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদের সাপ্তাহিক বৈঠক ছিল। সকাল পৌনে ১০টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর গণভবন থেকে সচিবালয়ের উদ্দেশে রওনা দেয়। কিন্তু ভয়াবহ যানজটের কারণে সকালের ওই সময়ে ভিআইপি সড়ক ফাঁকা করা সম্ভব হয়নি।
আশরাফুল আলম বলেন, নিরাপত্তার কারণে সাধারণত প্রধানমন্ত্রীর গাড়িবহর যাওয়ার আধা ঘণ্টা আগে রাস্তা ফাঁকা করা হয়। কিন্তু সকালে ভয়াবহ যানজট থাকায় ট্রাফিক পুলিশ রাস্তা ফাঁকা করতে পারেনি। জটের কারণে প্রধানমন্ত্রীর গাড়িবহর ফার্মগেট, বাংলামোটর ও কাকরাইল মসজিদ এলাকায় থামতে বাধ্য হয়।
গত ৬ জানুয়ারি থেকে দেশে বিএনপি-জামায়াত জোটের টানা অবরোধ চলছে। গত শনিবার বিভিন্ন দাবিতে ৭২ ঘণ্টা হরতাল দেওয়া হয়। এর মধ্যেই প্রধানমন্ত্রী যানজটে পড়লেন।