দেড় হাজার বছরের প্রাচীন বৌদ্ধ নগরের সন্ধান
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার নাটেশ্বর গ্রামে দেড় হাজার বছর আগের প্রাচীন বৌদ্ধনগরের সন্ধান পাওয়া গেছে। ওই নগরের পাশে আজ সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেন, ‘হাজার বছর আগে বিক্রমপুরের বৌদ্ধধর্মের জ্ঞানতাপস অতীশ দীপঙ্কর চীনের সঙ্গে বাংলার শিক্ষা ও জ্ঞান বিস্তারে একটি সম্পর্ক স্থাপন করেছিলেন। বিক্রমপুর অঞ্চলে বৌদ্ধধর্মের প্রাচীন নিদর্শন আবিষ্কারে বাংলাদেশ ও চীনের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরো সুদৃঢ় হবে।’
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিংকিয়াং তাঁর বক্তৃতায় বাংলাদেশ ও চীনের মধ্যকার বন্ধুত্বের সম্পর্ক চিরকাল অক্ষুণ্ণ থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে লিখিত বক্তব্য পড়েন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি নূহ-উল আলম লেনিন। তিনি প্রায় দেড় হাজার বছর আগের বৌদ্ধনগরীর বেশ কিছু প্রত্ননিদর্শন সন্ধান পাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন।
নূহ-উল আলম লেনিন বলেন, ‘মাটি খুঁড়ে বিভিন্ন পর্যায়ে এক হাজার থেকে এক হাজার ৫০০ বছরের মধ্যে বিভিন্ন সভ্যতা গড়ে উঠেছে। একটা রুইন্ড হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। তার ওপর আরেকটা নির্মাণ হয়েছে। সুতরাং সেই চিহ্ন আমরা দেখেছি। যেটা আমাদের কাছে একটা বিস্ময়। এটা গবেষণা ছাড়া পরিষ্কার করে বলা যাবে না যে কবে কোন আমলে কোনটি গড়ে উঠেছে। সেই গবেষণা চলবে। দুই নম্বর হলো এখানে আপনারা দেখেছেন একটা মন্দির পাওয়া গেছে। এই ধরনের অসাধারণ মন্দির স্থাপত্য সকলে মিলে জরিপ করে এবং খনন করে তারা নিশ্চিত হন যে বজ্রযোগিনী, রামপাল, টঙ্গিবাড়ী এই সকল অঞ্চলজুড়ে মাটির নিচে একটি বহু প্রাচীন নগরসভ্যতা রয়ে গেছে। আজকে আমরা গর্বের সাথে, আনন্দের সাথে আপনাদের কাছে ঘোষণা করছি, ২০১২ সালে যেমন বৌদ্ধবিহার আবিষ্কার করেছি, তেমনি আজকে আমি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি, টঙ্গিবাড়ীর এই নাটেশ্বরে এক থেকে দেড় হাজার বছরের পুরোনো একটি বৌদ্ধনগরী আবিষ্কার করা হলো।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. সুফি মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল ও জেলা পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার।