চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে এই অনুষ্ঠান শেষ হয়।
কলেজের বাংলা বিভাগের শিক্ষক সোনিয়া রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন। কলেজ চত্বরে অনুষ্ঠিত পুরস্কার বিতরণীতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. কামরুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার রশীদুল হাসান, সাবেক তিন অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, শহীদুল ইসলাম ও আবদুল লতিফ।
রোববার থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতার ১১টি ইভেন্টে কলেজের দুই শতাধিক ছাত্রী অংশ নেয়। এ ছাড়া অতিথি, শিক্ষক ও কর্মচারীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন।