অভিনেতা হেলাল খান আটক
চলচ্চিত্র অভিনেতা হেলাল খানকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ সোমবার বিকেলে পুরান ঢাকার জজ কোর্ট এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
অভিনেতা হেলাল খান বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠনের (জাসাস) সঙ্গে যুক্ত।
ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার খায়রুল ইসলাম বার্তা সংস্থা ইউএনবিকে জানান, ডিবির একটি বিশেষ দল হেলাল খানকে বিকেল পৌনে ৪টার দিকে জজকোর্ট এলাকা থেকে আটক করেছে।
তবে কী অভিযোগে বা কী কারণে হেলালকে আটক করা হয়েছে সে ব্যাপারে সহকারী কমিশনার নিশ্চিত করে কিছু বলতে পারেননি।