খুলনার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক
আট ঘণ্টা পর খুলনার সাথে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। আজ মঙ্গলবার সকালে যশোরের সিঙ্গিয়ায় মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হলে খুলনার সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিকেল সাড়ে ৫টার দিকে তা স্বাভাবিক হয়।
যশোর রেলজংশনের সহকারী মাস্টার শরিফুজ্জামান খান জানান, খুলনা থেকে দুপুর পৌনে ২টার দিকে রিলিফ ট্রেন এসে বগিটি উদ্ধার ও রেললাইন সংস্কারের কাজ শুরু করে। বিকেল ৫টা ৩৫ মিনিটে রেল যোগাযোগ পুনঃস্থাপিত হয়।
যশোর রেলজংশনের মাস্টার মানিক চন্দ্র সরকার জানান, রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় যশোরের নওয়াপাড়া স্টেশনে আটকা পড়ে ঢাকাগামী আন্তনগর ট্রেন চিত্রা ও রাজশাহীগামী আন্তনগর রূপসা। যশোর জংশনে আটকা পড়েছিল রাজশাহী থেকে ছেড়ে আসা আন্তনগর সাগরদাঁড়ী। বিকেল সাড়ে ৪টার দিকে এই ট্রেনটিকে রাজশাহীতে ফেরত পাঠানো হয়। এ ছাড়া সন্ধ্যা পর্যন্ত যশোর জংশনে আটকা পড়ে ছিল বেনাপোল-খুলনা রুটের যাত্রীবাহী কমিউটার ট্রেন।
যশোর সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রেশমা শারমিন বলেন, এটি নাশকতার কোনো ঘটনা নয়।