হরতাল-অবরোধ শুধু গণমাধ্যমে : শিল্পমন্ত্রী
হরতাল-অবরোধের মধ্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সবকিছু স্বাভাবিক আছে বলে দাবি করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। আজ মঙ্গলবার বেলা পৌনে ৩টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি এ দাবি করেন। মন্ত্রী বলেন, হরতাল-অবরোধ শুধু গণমাধ্যমেই চোখে পড়ছে, বাস্তবে তা দেখা যাচ্ছে না।
আমু বলেন, ‘একটি মহল দেশকে ছিনিয়ে নেওয়ার জন্য পরিকল্পিতভাবে নাশকতা জিইয়ে রাখছে। তারা জঙ্গি হামলা করে দেশকে পিছিয়ে দিতে চায়। এ জঙ্গিবাদের নেপথ্যে কারা জড়িত, আমরা তা চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।’
আইনশৃঙ্খলা বাহিনীর আচরণে সরকার সন্তুষ্ট জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী নিরলসভাবে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। এতে সরকার সন্তুষ্ট।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলে এসএসসি পরীক্ষা কেন পিছিয়ে দেওয়া হচ্ছে—সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে আমু বলেন, ‘প্রধানমন্ত্রীর মাতৃসুলভ ভূমিকার কারণে পরীক্ষা পেছানো হচ্ছে।’
আমির হোসেন আমুর সভাপতিত্বে আজকের বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. মোজাম্মেল হক খান।